দেশজুড়ে

ভাসানচর থেকে নদী সাঁতরে পালাতে গিয়ে রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে নদী সাঁতরে পালানোর সময় রেদোয়ান (১৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তাকে ভাসানচর থানায় সোপর্দ করেছে সন্দ্বীপ ও ভাসানচর কোস্টগার্ড।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক রেদোয়ান ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের কে ৭-৮ নম্বর কক্ষের আবুল ফয়েজের ছেলে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেদোয়ান ভাসানচরের ৩ নম্বর খাল দিয়ে সাঁতার কেটে নদী পার হয়ে সন্দ্বীপের বাংলাবাজার ঘাটে ওঠেন। সেখান থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালং যেতে চেয়েছিলেন। পরে কোস্টগার্ড তাকে আটক করে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম