দেশজুড়ে

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে বজ্রপাতে ফৌজিয়া আক্তার মুক্তা (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) ফজরের সময় ওজু করতে ঘাটে গেলে বাড়ির পুকুর ঘাটে এ ঘটনা ঘটে।

তিনি চাটখিলের নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন বুলবুল মেম্বারের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানায়, রোববার ভোরে ওই গৃহবধূ ফজরের নামাজ পড়তে ওজু করার জন্য বাড়ির পুকুর ঘাটে যান। এসময় বজ্রপাতের শিকার হয়ে সেখানেই মারা যান তিনি। পরে বাড়ির আরেক নারী পুকুর ঘাটে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্বজনরা তাকে উদ্ধার করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, আইনগত ব্যবস্থা শেষে গৃহবধূ ফৌজিয়া আক্তার মুক্তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস