দেশজুড়ে

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মনোরঞ্জন শীল নকুল (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন শীল নকুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে কয়েকদিন আগে তিনি বাড়ি ফিরেছেন।

প্রতিদিন কয়েকবার তার হাত মালিশ করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এজন্য প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে প্রতিবেশি এক দরিদ্র কলেজছাত্রীকে ঠিক করেন তিনি। ওই কলেজছাত্রী তার হাত মালিশ করে দিয়ে আসছিলেন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাত মালিশ করে দিতে ওই কলেজছাত্রী নকুলের বাড়িতে যান। এসময় নকুল জোর করে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণচেষ্টা করে। ওই ছাত্রী চিৎকার দিলে বাড়ির অন্য ঘরে থাকা নকুলের স্ত্রী এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগী কলেজছাত্রীর মা জানান, ঘটনার পর আওয়ামী লীগ নেতা নকুল তাকে পাঁচ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেন। কথা না শুনলে সমস্যা হবে বলে হুমকি-ধমকি দেন। থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হবে না।

তিনি বলেন, ‘আমি জানি, নকুল অনেক আগে থেকেই একজন কুচরিত্রের লোক। ইতোপূর্বে সে আমাকেও কুপ্রস্তাব দিয়েছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তানিয়া সুলতানা বলেন, ‘একজন কলেজছাত্রী অভিযোগ করেছেন, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।’

শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ‘বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনা সত্য হলে দলীয় ফোরামে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

বি.এম খোরশেদ/এএএইচ