জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হানিফকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হানিফ ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামের ইফাদ মন্ডলের ছেলে। সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আব্দুল হানিফ। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। মুখোশধারী সন্ত্রাসীদের গুলি হানিফের মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোজাফফর হোসেন মুজা (৪৫) নামে অপর একজনের পায়ে গুলি লাগে। এ তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুভ্র মেহেদী/এআরএ/এমএস