দেশজুড়ে

বৃষ্টিতে উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর ‍মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ির উঠানের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আলিফ মোল্যা। সে বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোকনাথ গ্রামের মো. এরশাদ মোল্যার ছেলে।

ওই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কোরবান আলী জানান, লোকনাথ গ্রামের নসিমনচালক এরশাদ মোল্যার আড়াই বছর বয়সী ছেলে আলিফ বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে হাঁটতে হাঁটতে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের বাড়িতে চলে যায়। এসময় প্রতিবেশী মিরাজ মোল্যার উঠানের গর্তে জমে থাকা হাঁটুপানিতে পড়ে যায়।

তিনি আরও জানান, প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যরা আলিফকে পানিতে ডুবে থাকা অবস্থায় পায়। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এন কে বি নয়ন/এএএইচ