পিরোজপুরের স্বরূপকাঠিতে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার উত্তর জগন্নাথকাঠির মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুব্রত শিয়ালী (৩০) ও বাবুল মীর (৫৫)। সুব্রত শিয়ালী জেলার কাউখালী উপজেলার চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে ও বাবুল মীর একই ইউনিয়নের নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।
স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনে থেকে সুব্রত শিয়ালী ও বাবুল মীর আটক করে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
আরএইচ/এএসএম