দেশজুড়ে

নোয়াখালীর ঘটনায় ১৮ মামলা, গ্রেফতার ৯০

নোয়াখালীর বেগমগঞ্জ ও হাতিয়ার ঘটনায় ১৮ মামলায় ৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০টি মামলা করেছে। এছাড়া পূজামণ্ডপ কমিটি ছয়টি, পূজার ঘরের মালিক একটি ও ইসকন মন্দিরের অধ্যক্ষ একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সুপার আরও বলেন, এসব মামলায় ২৮৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার-পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম