পাবনায় পারিবারিক বিরোধের জেরে দুলাভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে পাবনা পৌরসভার অনন্ত বাজার দক্ষিণ রামপুর মহল্লার এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিশাল (২৩)। তিনি ওই এলাকার উত্তম রায়ের ছেলে। অন্যদিকে অভিযুক্তের নামও বিশাল। তারা দুজন বন্ধু। পেশায় দুজনই সুইপার।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বিশালের সঙ্গে স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শনিবার সকাল ৭টার দিকে ভগ্নিপতি বিশাল বাড়ি থেকে বের হওয়ার সময় শ্যালক তার পথরোধ করেন। সুইপার কলোনির সামনে তাদের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ভগ্নিপতিকে পেটাতে শুরু করেন শ্যালক। পরে ধারালো অস্ত্র দিয়ে বিশালকে কুপিয়ে আহত করেন শ্যালক। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম