সাকিব আল হাসানের পর এবার পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দেশসেরা ওপেনার তামিম নিজেই তা নিশ্চিত করেছেন।সম্প্রতি লন্ডন থেকে ঘুরে আসেন তামিম ইকবাল। লন্ডন থেকে ফিরে তামিম জানান, এবারই দুই জনের শেষ সফর। এর পরের সফরে আমাদের সাথে থাকবেন নতুন একজন। তামিম আরো বলেন, খুব বেশি দেরি নয় সাকিবের সমান পরিবার গড়তে। তামিম ইকবাল এমনই মজার ছলে জানান তার বাবা হওয়ার বিষয়টি।স্কুল জীবন থেকেই তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সময় ধরে চলেছে প্রেম পর্ব। ২০১৩ সালের ২২ জুন আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।এমআর/পিআর