দেশজুড়ে

কনস্টেবল নিয়োগে প্রতারণা, শিক্ষানবিশ আইনজীবীসহ কারাগারে ২

গাইবান্ধায় কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে শিক্ষানবিশ আইনজীবীসহ দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন গাইবান্ধা ডিবির সহকারী পুলিশ পরিদর্শক নওশাদ মিয়া।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী আসাদুজ্জামান মিলন এবং তার সহযোগী সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঢোলপাড়ার বাসিন্দা শাহেদুল ইসলাম।

পুলিশ জানায়, সরকারি কর্মচারী পরিচয়ে কনস্টেবল নিয়োগে প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল। এমন খবরে ডিবি পুলিশ গাইবান্ধা পৌরসভার বোর্ড বাজারে অভিযান চালিয়ে শিক্ষানবিশ আইনজীবী আসাদুজ্জামান মিলন ও তার সহযোগী শাহেদুল ইসলাম জারজুকে আটক করে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুজনকে আসামি করে সদর থানায় মামলা করেছে। সোমবার বিকেলে গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

জাহিদ খন্দকার/এসজে/জেআইএম