বিনোদন

উন্নতির পথে শাহরুখ-সালমানের সম্পর্ক

দীর্ঘদিন মুখ দেখা দেখি বন্ধ থাকার পর শাহরুখ-সালমানের মাঝের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।  সামাজিক যোগাযোগ সাইটের একটি ছবি দেখে এমনটাই ধারণা করছেন বি-টাউনের লোকজন। ছবিতে দেখা যাচ্ছে দুই খান বোন অর্পিতাকে চুমু দিচ্ছেন।এর আগে শাহরুখ খান জানিয়েছিলেন, অর্পিতার বিয়েতে যাওয়ার জন্য কোন নিমন্ত্রণের প্রয়োজন নেই তার। সালমানের বোনকে নিজের বোন বলেই মনে করেন তিনি। তেমনই প্রমাণ পাওয়া গেল গত রবিবার অর্পিতার মেহেদি ও সঙ্গীত অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানে ছিলেন বলিউড বাদশা শাহরুখ। ২০০৮ সালে ক্যাটরিনা কাইফের জন্মদিন থেকে মুখ দেখা দেখি বন্ধ ছিল এই দুই খানের।মঙ্গলবার আয়ুশ শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অর্পিতা। অনুষ্ঠানের অতিথির তালিকায় আছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট প্রণব মুখার্জী।বিয়ের অনুষ্ঠানটি হবে হায়দারাবাদের ফালাকনুমা রাজপ্রাসাদে। এরপর ২১ নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে মুম্বাইতে।