সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা নাজির হোসেন ইমরাম কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কারাগার থেকে ছাড়া পান তিনি।
এর আগে, বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। নাজির হোসেন ইমরাম কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক।
জামিনের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন ইমরান আজ বিকেলে নারায়ণগঞ্জ কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে গত ২৩ অক্টোবর নাজির হোসেনকে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা থেকে গ্রেফতার করেছিল র্যাব।
মোবাশ্বির শ্রাবণ/ইউএইচ/জেআইএম