চার বছরে পা রাখলো জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। নতুন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক, ভূতত্ত্ববিদ ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের গবেষণাসমৃদ্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। উপাচার্য বলেছেন, গবেষণার সব সুযোগ থাকবে বশেফমুবিপ্রবিতে।
২০১৮ সালের ১৮ নভেম্বর সৈয়দ সামসুদ্দিন আহমেদকে বশেফমুবিপ্রবির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দায়িত্বগ্রহণের পরই তিনি বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দেশের ‘রোল মডেল বিশ্ববিদ্যালয়ে’ পরিণত করার মহাপরিকল্পনা হাতে নেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিক্ষা-গবেষণা তথা মানবকল্যাণে বশেফমুবিপ্রবি কী ধরনের ভূমিকা রাখতে পারে, এমন প্রশ্নের উত্তরে উপাচার্য সৈয়দ সামসুদ্দিন বলেন, ‘জামালপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্যদিয়ে এখানকার মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ভবিষ্যতে এখানকার গবেষকরা জনমানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পথ বাতলে দেবেন। এতে উপকৃত হবে মানুষ তথা পুরো দেশ।’
বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস স্থাপনের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদিত হলে আমরা বশেফমুবিপ্রবির একটি দৃষ্টিনন্দন, আধুনিক সুবিধাসহ একটি আন্তর্জাতিকমানের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজে হাত দেবো। যা আমাদের মহাপরিকল্পনায় রয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কেবল জ্ঞান বিতরণ নয়, জ্ঞান অনুসন্ধান ও আহরণ করা হয়। জ্ঞান আহরণের বিষয়টা একান্তই গবেষণার ওপর নির্ভরশীল। গবেষণা ছাড়া নতুন জ্ঞান সৃষ্টির কোনো সুযোগ নেই। গবেষণার কাজটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা একাডেমিক আদলে প্রচলিত। এই জ্ঞান আহরণের কাজটি অর্থাৎ গবেষণার সব সুযোগ-সুবিধা বলতে যা বোঝায়, তা যাতে বশেফমুবিপ্রবিতে নিশ্চিত হয় আমরা সেভাবেই পরিকল্পনা এবং উদ্যোগ নিচ্ছি।
খুবই অল্পসংখ্যক লোকবল দিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় বশেফমুবিপ্রবিতে। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তির পর জামালপুর শহরের দেওয়ানপাড়ায় বঙ্গবন্ধু আইডিয়াল স্কুলের একটি ভবন ভাড়া নিয়ে ক্লাস শুরু হয়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ছয়টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, গণিত বিভাগ, ফিশারিজ বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ এবং সমাজকর্ম বিভাগ। শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন।
এসআর