ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ওয়ার্ডটিতে আগামী ২৪ নভেম্বর পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে ওয়ার্ডটিতে পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদপ্রার্থী দুজন সমান ভোট পান। ওয়ার্ডটিতে ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) এবং আনোয়ার হোসেন (ফুটবল প্রতীক) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা দুজনেই পেয়েছেন ৩২৪টি করে ভোট। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় তখন ফলাফল স্থগিত করা হয়।
এন কে বি নয়ন/ইউএইচ/এএসএম