সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের এক সপ্তাহ আগেই এলাইছ মিয়া নামে এক প্রার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) বিকেলে নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
নিহত এলাইছ মিয়া শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।
এদিকে, এলাইছ মিয়ার মৃত্যুতে পরিবারসহ পুরো ওয়ার্ডে শোকের ছায়া বিরাজ করছে।
লিপসন আহমেদ/এএইচ/জেআইএম