দেশজুড়ে

রূপগঞ্জে রাইস মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অটো রাইস মিলে অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার রূপসী এলাকার সিটি রাইস মিলে এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধ দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এতে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মিলে থাকা মেশিনের হিটে এ অগ্নিকাণ্ড ঘটে।

শ্রাবণ/এসজে/জেআইএম