ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ২০ কেজি ওজনের কাতল মাছ ধরা পড়েছে। শনিবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুর সংলগ্ন পদ্মা নদীতে মাছটি জেলের জালে ধরা পড়ে। পরে ২২ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।
পাবনার বেড়া উপজেলার বাসিন্দা রবি হালদারের জালে ধরা পড়ে বিশাল আকারের মাছটি। তিনি বলেন, এই সময়ে পদ্মা নদীর চরভদ্রাসন অংশে বড় আকারের পাঙাশ, কাতল, বাঘাইড় ও ডাই মাছ ধরা পড়ে। বড় মাছের আশায় ছিলাম অনেকদিন। আজ বড় কাতল ধরতে পেরে খুব আনন্দ লাগছে।
সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ বাজারে মাছটি নিয়ে আসেন রবি হালদার। তার কাছ থেকে মাছটি ১৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী গোপাল মন্ডল। পরে গোপাল মন্ডলের কাছ থেকে ক্রেতা আব্দুর রব ব্যাপারী মাছটি কিনে নেন ২২ হাজার টাকায়।
আব্দুর রব ব্যাপারী বলেন, এতো বড় মাছ সচরাচর ধরা পড়ে না। এজন্য মাছটি দেখামাত্রই কিনে নিয়েছি।
চর হাজীগঞ্জ হাটবাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতা মো. কবিরুল আলম বলেন, বড় মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। সব জায়গায় বড় মাছ ধরা পড়ে না। বড় মাছ পেলে আমরা উৎসবের আমেজ অনুভব করি।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, অন্যান্য এলাকার পানি অপেক্ষা পদ্মা নদীর পানি মিঠা। এই সময়ে এ এলাকায় বড় মাছ পাওয়া যায়। নদীর মাছ বরাবরই সুস্বাদু। আর পদ্মা নদীর বড় কাতলের তো কোনো তুলনাই হয় না।
এন কে বি নয়ন/ইউএইচ/জেআইএম