দেশজুড়ে

কক্সবাজারে আবারো বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁওয়ে পাহাড়ি এলাকা থেকে আবারো একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামবাদের গজালিয়া সংলগ্ন সাতঘরিয়া পাড়ার একটি ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে পাহাড়ের পাদদেশের আড়াই ফুট গভীরে একটি ঝিরিতে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে বনবিভাগ।

ফুলছড়ি বিটের অধীন রাজঘাট বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, মৃত হাতিটি পুরুষ এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুবছরের মতো হবে। এটি দৈর্ঘ্যে ৭ ফুট, প্রস্থ ৫ ফুট এবং শুঁড় আড়াই ফুট।

ফুলছড়ির রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জাগো নিউজকে বলেন, ঢাল বেয়ে নিচে নামার সময় পা পিছলে পড়ে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফুলছড়ির এসিএফ ড. প্রান্তোষ চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, কক্সবাজার সদর উপজেলা থেকে প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তারা এসেছেন। তারা জানান হাতিটির গায়ে ক্ষতচিহ্ন আছে। ময়নাতদন্ত শেষে হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে ১২ নভেম্বর কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ায় একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। এর মাস তিনেক আগে ফুলছড়ির গজালিয়া এলাকায় পাহাড় থেকে ঝিরিতে পড়ে আরও একটি হাতি মারা যায়।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম