সুনামগঞ্জের ছাতকে গ্রাম্য সালিশে আশিক মিয়া (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মনর আলীর স্ত্রী রশিকা বেগমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
নিহত আশিক উপজেলার জাউয়াবাজার ইউপির বানায়ত গ্রামে গ্রামের মৃত নুর আলীর ছেলে। অভিযুক্ত মনর আলী তার প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাছ ধরতে আশিক মিয়া তার প্রতিবেশী মনর আলীকে ইঞ্জিলচালিত নৌকার চাবি দেওয়ার জন্য অনুরোধ জানান। মনর আলী তাকে নৌকার চাবি না দেওয়ায় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেই ঘটনার বিচারের জন্য রাতে দুজনের বাড়ির উঠানে সালিশ বসে। এ সময় মনর আলী ও তার ভাইসহ কয়েকজন মিলে আশিক মিয়ার ওপর হামলা চালান।
এক পর্যায়ে আশিক মিয়ার মাথায় দা দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন তিনি মারা যান।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এক নারীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এসজে