ফরিদপুরের ভাঙ্গায় ইউপি নির্বাচনে জমে উঠেছে চাচা-ভাতিজার ভোটের লড়াই। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন মিয়ার (৬৪) বিপক্ষে মাঠে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ভাতিজা মো. পলাশ (৩৭)।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার আলগী ইউনিয়নে চেয়ারম্যান পদে সাত প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এরমধ্যে ভোটের লড়াই চলছে চাচার নৌকা প্রতীক ও ভাতিজার মোটরসাইকেল প্রতীকের মধ্যে। এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারা।
নগরমানিকদী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, দুজনই আমাদের গ্রামের সন্তান। তারা আপন চাচা ও ভাতিজা। দুজন প্রার্থী হওয়ায় আমরা বিপাকে পড়েছি। দুজন কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, জয়ের ব্যাপারে আমি বেশি আশাবাদী নই আবার নিরাশও নই। আওয়ামী লীগ থেকে চারজন মনোনয়ন চেয়েছিলাম। দল আমাকে মনোনয়ন দিয়েছে। বাকি তিনজন আমার সঙ্গে আছে। অন্যরা আমাকে সমর্থন জানালেও নিজের ভাতিজা কোনো ছাড় দিলো না। সে ক্ষেত্রে কী আর করার। যা ভাগ্যে আছে তাই হবে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. পলাশ বলেন, চাচা আমার চেয়ে বড় মানুষ। কিন্তু তিনি আমাকে কোনো ভাবেই ছাড় দিলেন না। এলাকায় আমি মানুষের জন্য কাজ করি। সে হিসেবে আমি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা রিটার্নিং কর্মকর্তা দেবলা চক্রবর্তী বলেন, চাচা-ভাতিজা নির্বাচন করতে বাঁধা নেই। আমাদের কাছে সকল প্রার্থীই সমান।
এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম