দেশজুড়ে

সোয়া লাখ টাকার মহিষ জবাই করে খাওয়ালেন মেম্বার প্রার্থী!

আসন্ন ইউপি নির্বাচনে জয়ী হতে আচরণবিধি উপেক্ষা করে এক লাখ ২৫ হাজার টাকা দামের মহিষ জবাই করে ভোটারদের খাইয়েছেন একজন মেম্বার প্রার্থী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকের মেম্বার প্রার্থী সাজু মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ।

তিনি বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে তার বাড়িতে খাওয়ানোর আয়োজন করেন ।

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এমন আয়োজনের বিষয়ে মেম্বার প্রার্থী সাজু মিয়ার কাছে জানতে চাইলে তিনি নিজের ‘ভুল’ স্বীকার করেন ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মারুফ হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে খাওয়ার আয়োজন করা আচরণবিধি লঙ্ঘন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।

জাহিদ খন্দকার/এমএইচআর