আসন্ন ইউপি নির্বাচনে জয়ী হতে আচরণবিধি উপেক্ষা করে এক লাখ ২৫ হাজার টাকা দামের মহিষ জবাই করে ভোটারদের খাইয়েছেন একজন মেম্বার প্রার্থী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকের মেম্বার প্রার্থী সাজু মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ।
তিনি বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে তার বাড়িতে খাওয়ানোর আয়োজন করেন ।
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এমন আয়োজনের বিষয়ে মেম্বার প্রার্থী সাজু মিয়ার কাছে জানতে চাইলে তিনি নিজের ‘ভুল’ স্বীকার করেন ।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মারুফ হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে খাওয়ার আয়োজন করা আচরণবিধি লঙ্ঘন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।
জাহিদ খন্দকার/এমএইচআর