চুরি যাওয়া ও হারানো ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ লাইনসে প্রকৃত মালিকদের কাছে মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান।
পুলিশ সুপার বলেন, গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাসে সাতক্ষীরার আট থানায় মোবাইল হারানো ও চুরি-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৭৪১টি। এর মধ্যে পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পেরেছে ২৪২টি। তিনি আরও জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় বাকি মোবাইল ফোনগুলো উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান ইকবাল হোসেন, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস