মাদারীপুরের শিবচরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মকবুল মাদবর (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মকবুল একই এলাকার মৃত গেদু মাদবরের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মকবুল মাদবর তার বড় মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসছিলেন। এ সময় তিনি বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যায়।
নিহতের বড় ছেলে মনির বলেন, দুপুরে আব্বা আমার বোনের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার সময় আমাদের বাড়ির সামনের রাস্তায় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে সন্ধ্যায় তিনি মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, মোটরসাইকেলের ধাক্কায় আহত একজন ব্যক্তি মারা গেছে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এসজে/এমএস