দেশজুড়ে

শিবচরে বিকাশকর্মীকে পিটিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের শিবচরে মাহাবুবুর রহমান নামে এক বিকাশকর্মীকে পিটিয়ে প্রায় তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বিকাশকর্মী ও পুলিশ জানায়, রোববার দুপুরে বিকাশকর্মী মাহাবুবুর রহমান ভ্যানে করে শিবচর থেকে সিঙ্গাপুর মোড় এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে সিঙ্গাপুর মোড়ের কিছু দূরে জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে মাথায় আঘাত করে। এ সময় অন্য ছিনতাইকারীরা মাহাবুবুর রহমানের হাতে থাকা টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রক্তাক্ত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বিষয়িটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এএইচ/জিকেএস