বর্তমান সময় তো বটেই ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে গত ১৫ বছর ধরে চলছে তাদের একচ্ছত্র আধিপত্য। যার প্রমাণ মেলে ব্যক্তিগত সব পুরস্কারের তালিকায়। মাঠের বাইরে যেমন-তেমন, মাঠের খেলায় সবসময়ই একটা প্রতিদ্বন্দ্বিতা চলে মেসি-রোনালদোর।
আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির চেয়ে আড়াই বছরের বড় হওয়ার সুবাদে ক্যারিয়ারটাও আগেই শুরু করেছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে গোলসংখ্যায়ও এগিয়ে রোনালদো। সম্প্রতি ছুঁয়ে ফেলেছেন ৮০০ গোলের মাইলফলক। তবে খুব একটা পিছিয়ে নেই মেসিও।
২০০২ সালে পেশাদার ক্যারিয়ার শুরুর পর প্রথম মৌসুমে ৫ গোল করেন রোনালদো। ২০০৪ সালে ১৩ গোল করে প্রথমবারের মতো দুই অঙ্ক ছুঁয়ে ফেলেন তিনি। একইভাবে ২০০৪ সালে ক্যারিয়ার শুরুর দুই বছর পর ২০০৬ সালে প্রথমবারের মতো দুই অঙ্কে (১২ গোল) প্রবেশ করেন মেসি।
চলতি বছর এরই মধ্যে খেলা ৬১ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৪৫টি, মেসি ৫৭ ম্যাচে করেছেন ৪১ গোল। সবমিলিয়ে পর্তুগিজ সুপারস্টারের নামের পাশে রয়েছে ৮০১ গোল। অন্যদিকে প্রায় দেড়শ ম্যাচ কম খেলে আর্জেন্টাইন জাদুকরের গোল ৭৬৭টি।
দেখে নেওয়া যাক বছরভেদে কত গোল করেছেন মেসি ও রোনালদো:
২০০২রোনালদো- ১৬ ম্যাচে ৫ গোলমেসি- অভিষেক হয়
২০০৩রোনালদো- ৩৬ ম্যাচে ১ গোলমেসি- অভিষেক হয়নি
২০০৪রোনালদো- ৬০ ম্যাচে ১৩ গোলমেসি- ৭ ম্যাচে ০ গোল
২০০৫রোনালদো- ৬৪ ম্যাচে ১৫ গোলমেসি- ২১ ম্যাচে ৩ গোল
২০০৬রোনালদো- ৬০ ম্যাচে ২৫ গোলমেসি- ৩৩ ম্যাচে ১২ গোল
২০০৭রোনালদো- ৬০ ম্যাচে ৩৪ গোলমেসি- ৫৫ ম্যাচে ৩১ গোল
২০০৮রোনালদো- ৫৮ ম্যাচে ৩৫ গোলমেসি- ৪৮ ম্যাচে ২২ গোল
২০০৯রোনালদো- ৪৯ ম্যাচে ৩০ গোলমেসি- ৬৪ ম্যাচে ৪১ গোল
২০১০রোনালদো- ৫৯ ম্যাচে ৪৮ গোলমেসি- ৬৪ ম্যাচে ৬০ গোল
২০১১রোনালদো- ৬০ ম্যাচে ৬০ গোলমেসি- ৭০ ম্যাচে ৫৯ গোল
২০১২রোনালদো- ৭১ ম্যাচে ৬৩ গোলমেসি- ৬৯ ম্যাচে ৯১ গোল
২০১৩ রোনালদো- ৫৯ ম্যাচে ৬০ গোলমেসি- ৪৭ ম্যাচে ৪৫ গোল
২০১৪রোনালদো- ৬০ ম্যাচে ৬১ গোলমেসি- ৬৬ ম্যাচে ৫৮ গোল
২০১৫ রোনালদো- ৫৭ ম্যাচে ৫৭ গোলমেসি- ৬১ ম্যাচে ৫২ গোল
২০১৬রোনালদো- ৫৭ ম্যাচে ৫৫ গোলমেসি- ৬২ ম্যাচে ৫৯ গোল
২০১৭রোনালদো- ৬০ ম্যাচে ৫৩ গোলমেসি- ৬৪ ম্যাচে ৫৪ গোল
২০১৮রোনালদো- ৫৩ ম্যাচে ৪৯ গোলমেসি- ৫৪ ম্যাচে ৫১ গোল
২০১৯রোনালদো- ৫৩ ম্যাচে ৪৯ গোলমেসি- ৫৮ ম্যাচে ৫০ গোল
২০২০ রোনালদো- ৪৫ ম্যাচে ৪৪ গোলমেসি- ৪৮ ম্যাচে ২৭ গোল
২০২১রোনালদো- ৬১ ম্যাচে ৪৫ গোলমেসি- ৫৭ ম্যাচে ৪১ গোল
এসএএস/জিকেএস