দেশজুড়ে

চাষি সেজে ভুট্টাক্ষেতে লুকিয়ে ছিলেন সাজাপ্রাপ্ত আসামি

একটি চেক প্রতারণা মামলায় চার মাসের সাজা হয় আরমানের (৩৬)। সেই সাজা থেকে বাঁচতেই চাষি বেশে ভুট্টা ক্ষেতে লুকিয়ে ছিলেন তিনি। তাতেও শেষ রক্ষা হয়নি তার। ভুট্টাক্ষেত থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার কতুবপুর ইউনিয়নের হাসানহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আরমান চুয়াডাঙ্গার হাসানহাটিন গ্রামের মৃত আবুল কবিরাজের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আরমান একটি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি। শনিবার (৪ ডিসেম্বর) তার চার মাস কারাদণ্ড এবং দেড় লাখ টাকা অর্থদণ্ড দেনচুয়াডাঙ্গা যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে হাসানহাটি এলাকায় তার বাসায় অভিযান চালালে তিনি পালিয়ে যান। এরপর পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতে গেলে তাকে পাওয়া যায়। এসময় তিনি চাষি সেজে সেখানে লুকিয়ে ছিলেন।

সালাউদ্দীন কাজল/এসআর/এএসএম