যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ছয় কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে জেলার নতুনহাট এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার সরণখোলা গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম (৪৩) ও একই উপজেলার পুরিলিয়া গ্রামের হারিয়াস সরদারের ছেলে ইমরান হোসেন (৩৫)।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ বলেন, শুক্রবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় রাস্তার ওপর সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলে থাকা দুই যুবকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের প্যান্টের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।
আবুল হাসান আরও বলেন, আটকরা জানিয়েছে, যশোরের দড়াটানা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল যাচ্ছিল। জব্দ স্বর্ণের বার এবং আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মিলন রহমান/এসজে/এএসএম