প্রেমিকের সঙ্গে বসে গল্প করছিল মেয়ে। এতে ক্ষীপ্ত হয়ে মেয়ের হাতে বিষ তুলে দেন বাবা। সেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে কিশোরী মেয়ে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে এলাকার ক্যানেলের ধারে বসে প্রেমিকের সঙ্গে গল্প করছিল ওই কিশোরী। বিষয়টি স্থানীয়রা দেখে ফেললে কিশোরী পালিয়ে বাড়ি চলে যায়। কিন্তু প্রেমিককে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
এদিকে ওই কিশোরী বাড়ি ফিরলে মেয়েকে বকাঝকা করে হাতে বিষ তুলে দেন বাবা। পরদিন সকালে বিষপান করে মেয়েটি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মেয়ের হাতে আত্মহত্যার করার জন্য বিষ তুলে দেওয়া অন্যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবাকে থানায় আসতে বলা হয়েছে।
এফএ/এমএস