নির্বাচন কমিশন সফলভাবে কাজ করে আসছে। চতুর্থ ধাপেও সারাদেশে নির্বাচনের সুষ্ঠ ধারা অব্যাহত থাকবে। ভোটার এবং ভোট গ্রহণে জড়িতদের নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ, বিজিবি ও কোষ্টগার্ড রাখা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে চতুর্থ ধাপে তিন ইউপি নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্য তিনি বলেন, নীতিকথা শুনতে ভালো লাগে না। সবাই একটা সম্মানজনক অবস্থানে আছে। তাই নির্বাচনের দিন সবাইকে এ সম্মানটা ধরে রাখতে হবে।
এ সময় পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার শহিদুল্লাহ, জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ, কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান মিরাজ/এএইচ/এএসএম