দেশজুড়ে

বেনাপোলে ভারতীয় ট্রাকচালকদের মারধর, বিক্ষোভ

যশোরের বেনাপোলে ভারতীয় ট্রাকচালকদের মারধর করে টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় এক চালককে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে পেট্রাপোল-বেনাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বিক্ষোভ করেন ভারতীয় ট্রাকচালকরা। এসময় চালকরা পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসতে আপত্তি জানান। ফলে বেলা ১১টা পর্যন্ত বাণিজ্যের কাজ ব্যাহত হয়।

বেনাপোলের বিপরীতে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে, এদিন সকালে

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বারই জানান, নো ম্যানস ল্যান্ডে গিয়ে ট্রাকচালকদের নিরাপত্তার আশ্বাস দেন। পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন চালকেরা।

এ বিষয়ে ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, সুসংহত পোর্ট বেনাপোল। অথচ সেখানে কোনো রকম নিরাপত্তা নেই। মঙ্গলবার রাতে বেনাপোল বন্দরে ১০ জন ভারতীয় ট্রাকচালককে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

বনগাঁ মহকুমা পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক প্রভাষ পাল জানান, বেনাপোল বন্দরে ভারতীয় এক ট্রাকচালককে মারধর করে টাকা-মোবাইল ও নথিপত্র নিয়ে যায় বলে শুনেছি।।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ছিনতাই বন্ধ না হলে দু দেশের আমদানি-রপ্তানিতে প্রভাব ফেলবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বারই বলেন, আলোচনার পর বিষয়টি সুরাহা করা হয়েছে। সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। 

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম