দেশজুড়ে

নৌকার বিপক্ষে কাজ করায় ১০ আ’লীগ নেতা আজীবন বহিষ্কার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিপক্ষে কাজ করায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ওই ১০ নেতাকে অব্যাহতিপত্র দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এতথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল।

তিনি জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক এবং উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০ জনকে অব্যাহতিপত্র দেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন-উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলাবিষয়ক সম্পাদক মোছা. মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বকসি, সহ-দপ্তর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা এবং সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।

মাসুদ রানা/এসআর/জেআইএম