জয়পুরহাটের পাঁচবিবিতে কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় নাঈম হোসেন হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার শিমুলতলী খাসবাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাঈম হোসেন বগুড়ার মাটিডালী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি পলাশ চন্দ্র দেব জানান, কয়েকদিন আগে জয়পুরহাট সদর উপজেলার পারবাট্রাতে তার বোনের বাড়িতে বেড়াতে আসে কিশোর নাঈম। বৃহস্পতিবার বোনের বাড়ি থেকে একটু দূরে রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিল সে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
রাশেদুজ্জামান/এসআর/জেআইএম