যুক্তরাষ্ট্রে কয়েক হাজার বাংলাদেশিসহ ২ লাখ ৩৫ হাজার অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গুরুতর অপরাধী হিসেবে চিহ্নিত ছিল ৬৩ হাজার ৫৩৯ জন। এছাড়া বেআইনিভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ কারার সময় ১ লাখ ৬৫ হাজার ৯৩৫ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।জানা গেছে, বহিষ্কৃতদের অধিকাংশই ছিলো মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভেদরের নাগরিক। তবে তুলনামূলকভাবে কম ছিল বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং আফগানিস্তানের নাগরিক।ইমিগ্রেশন বিভাগের সূত্র আরো জানায়, গত এক বছরে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সহস্রাধিক বাংলাদেশিকে গ্রেফতার করে বিভিন্ন পিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। এরা সকলেই রাজনৈতিক কারণে বাংলাদেশ ত্যাগে বাধ্য হওয়ার তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। এসকেডি/এমএস