বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে আন্দোলনে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। জেতার আগে এ আন্দোলন ছেড়ে আমরা মাঠ থেকে উঠবো না। জীবন দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু আরও বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই না। এমন আন্দোলন করবো খালেদা জিয়াকে মুক্ত করতে সরকার বাধ্য হবে। ভোট ডাকাতের সরকার জোর করে ক্ষমতা দখল করে আছে। এ সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণকে জিম্মি করে ক্ষমতায় বসে আছে। আন্দোলনের মাধ্যমেই তাদের পতন ঘটানো হবে।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, এবিএম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।
কাজল কায়েস/এসআর