রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীতে জেলেদের জালে প্রথমবারের মতো ধরা পড়লো বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।
রোববার (২ জানুয়ারি) দুপুরের দিকে কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার সীতাঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।
জেলেরা জানান, জেলে মো. রহমত আলীর জালে মাছটি সাকার মাছটি পড়ে। তিনি প্রথমে মাছটিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে নিয়ে যান। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হলে মাছটিকে মেরে ফেলা হয়।
কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বিগত ৩০ বছর ধরে মাছ ধরে সুভাষ দাশ। তিনি বলেন, এ জীবনে এ ধরনের মাছ দেখি নাই। এ প্রথম মাছটির কথা শুনেছি।
কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, সাকার মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাছ থাকবে, সেগুলো সেখানকার দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলবে। ক্ষতিগ্রস্ত হবে দেশি প্রজাতির মাছ।
তিনি আরও বলেন, এ মাছ মুখ দিয়ে ময়লা আবর্জনা টেনে নেয়। এরা দূষিত এবং খারাপ পানিতেও মরে না। এ মাছের কাটা বেশি, মাংস কম, তাই মানুষ এটাকে খায় না। তবে এরা অন্য মাছকে খেয়ে ফেলে।
শংকর হোড়/এসজে/জিকেএস