দেশজুড়ে

ইজিবাইক জব্দের অভিযানে চালক আহত, সড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইক জব্দের সময় হাইওয়ে পুলিশের ওয়ারলেসের আঘাতে হৃদয় মাতুব্বর (২০) নামে এক চালক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২ জানুয়ারি) দুপুরে ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি পৌর সদরের কাপুরিয়া-সদরদী গ্রামের পাঞ্জু মাতুব্বরের ছেলে।

হৃদয়ের আহত হওয়ার খবরে মহাসড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় ইজিবাইক চালকরা। তারা চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্ত পুলিশের বিচার দাবি জানান। এ সময় সড়কের দুপাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা চলা অবরোধে ভোগান্তিতে পড়েন গাড়িচালক ও যাত্রীরা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম পুলিশের একটি দল নিয়ে ইজিবাইক জব্দের অভিযানে নামেন। দুপুরের দিকে ভাঙ্গা হাসপাতাল মোড় এলাকায় হৃদয়ের ইজিবাইকটি জব্দ করে পুলিশ। এ সময় হৃদয়ের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওসির হাতে থাকা ওয়ারলেস হৃদয়ের মাথায় লাগে। এতে হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শারমিন সুইটি জাগো নিউজকে বলেন, রোগীর মাথা অনেকখানি ফোলা ছিল। তাই বোঝা যাচ্ছিল না ভেতরের অবস্থা। মাথার ভেতরে রক্তক্ষরণ যদি হয়, তাহলে রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। যেহেতু আমার হাসপাতালে এ ধরনের পুরোপুরি চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা নেই, তাই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, দুপুরের দিকে আমি নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধ ইজিবাইক জব্দের জন্য সড়কে অবস্থান করি। এ সময় বেশ কয়েকটি ইজিবাইকের সঙ্গে হৃদয় নামক এক যুবকের ইজিবাইক জব্দ করি। হৃদয় হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং গায়ে হাত তোলে। এক পর্যায়ে হাতাহাতির সময় আমার হাতে থাকা ওয়ারলেসের আঘাত পায় সে। এরপরই ইজিবাইক চালকরা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা ইচ্ছাকৃত কোনো ঘটনা ঘটাইনি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ জাগো নিউজকে বলেন, হাইওয়ে থানার ওসির ওয়ারলেসের আঘাতে চালক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আমরা হাসপাতালে গিয়ে আহত চালক হৃদয়ের জবানবন্দি রেকর্ড করি। ইজিবাইক চালকরা সড়ক অবরোধ করলেও তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস