দেশজুড়ে

ফাঁকা কেন্দ্রের ১০ বুথে পড়েছে ২০ ভোট

ফরিদপুরের মধুখালীর চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে বেশিরভাগ ভোটকেন্দ্র ছিল ভোটারশূন্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে।

উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উচ্চ বিদ্যালয় ও ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দুটির ভোটার সংখ্যা প্রায় হাজার তিনেক। তবে কেন্দ্র দুটি পুরো ফাঁকা। ভোট শুরুর পর ভোটারশূন্য দুটি কেন্দ্রে প্রায় ঘণ্টাব্যাপী সময়ে ১০টি বুথে মাত্র ২০টি ভোট পড়ে।

বাগাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, কেন্দ্রটিতে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ৫টি বুথ মিলে ভোট পড়ে মাত্র ১০টি।

পার্শ্ববর্তী কল্যাণী ইনক্লুসিভ স্কুল বিপিএফ কেন্দ্র গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। শীত ও কুয়াশা ভেদ করে ভোট দিতে জড়ো হয়েছে অসংখ্য ভোটার।

ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. সৌরভ হোসেন জানান, কেন্দ্রটিতে রয়েছে মোট ১৬৩৬ জন ভোটার, সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। তবে কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে বলে তিনি জানান। এ কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র সাড়ে তিনশ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৯ জন প্রার্থী। এতে ভোটার সংখ্যা ৫৮ হাজার, ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ৫৫৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৯৪ জন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা রোধে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পুলিশের টহল জোরদারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম