দেশজুড়ে

পোশাক শ্রমিকের আড়ালে বিক্রি করতেন নকল ধাতব মুদ্রা

জয়পুরহাট পৌরসভার বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা তিনটি জাল মুদ্রা, এক বোতল রাসায়নিক পদার্থ, ১৩ লাখ টাকার জাল চেক ও একটি গাড়ি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- ঢাকার বংশাল এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে এস এস আলম (৫০), ঢাকার নাখালপাড়া এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে টিটু মিয়া (৪৮), গোপালগঞ্জের মকছেদপুর এলাকার মৃত আকমল ভূইয়ার ছেলে মিন্টু ভূইয়া (৩৮), পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মাহফুজ হাওলাদার (৩৫), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত গোলাপ রহমানের ছেলে ফজলুল হক (৪৮), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকার এনামুল হক জেল্টুর ছেলে শাহিন উদ্দিন মিলন (৩০)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা ঢাকায় বসবাস করে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতেন। দামি ও উচ্চ বিকিরণ পদার্থ দিয়ে নকল ধাতব মুদ্রা বানাতেন। এরপর আসল মুদ্রা বলে বিক্রি করে আসছিলেন।

সদর থানায় মামলা দিয়ে গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

রাশেদুজ্জামান/এসজে/এমএস