প্রফেসর সেলিম হোসেনের মৃত্যুর ৩৬ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও একাডেমিকস কার্যক্রম শুরু হয়। এদিকে দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুয়েট।
এর আগে শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় আবাসিক সাতটি হল খুলে দেওয়া হয়।
কুয়েটের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা রবিউল ইসলাম সোহাগ বলেন, রোববার সকাল ৮টায় ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা ক্লাস করছে। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে ৩ ডিসেম্বর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৭ জানুয়ারি হল ও ৯ জানুয়ারি ক্লাস শুরুর সিন্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আলমগীর হান্নান/এএইচ/এমএস