ফরিদপুরের বোয়ালমারীতে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে তাজিম সেখ (৩) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রুপাপাত ইউনিয়নে কাটাগড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের শফিক সেখের ছেলে তাজিম সেখ মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে যান। কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
পরমেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবদুল মান্নান মাতুব্বর জাগো নিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস