নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলামকে সুধারাম মডেল থানার (ওসি) এবং পুলিশ হাসপাতালের পরিদর্শক মো. আমির হোসেনকে হাতিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন সচিবলায়। পরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান এক চিঠিতে এ নির্দেশ দেন।
রোববার (১৬ জানুয়ারি) নোয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম