ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুধারাম মডেল থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১০:৫০ পিএম, ১৩ জানুয়ারি ২০২২

নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। নোয়াখালী পৌরসভা নির্বাচনের ঠিক দুদিন আগেই ওসি সাহেদকে প্রত্যাহারের নির্দেশনা এলো।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নোয়াখালী পৌরসভার নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন।

এছাড়া নির্দেশনা অনুযায়ী ওসি মো. সাহেদ উদ্দিনকে প্রত্যাহার করে তার জায়গায় একজন উপযুক্ত কর্মকর্তা পদায়ন করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়।

এ ব্যাপারে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগযোগ করা সম্ভব হয়নি। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।

আগামী রোববার (১৬ জানুয়ারি) নোয়াখালী পৌরসভার নির্বাচন। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান মেয়র শহিদ উল্লাহ সোহেল। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা দাবি করেন, আওয়ামী লীগে বেঈমান ডুকেছে, নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমকেআর