শরীয়তপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সাহিত্য একাডেমি ও কবি ভাই কল্যাণ স্ট্রাস্টের আয়োজনে স্বর্ণঘোষ কবিকুঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোচনা সভা, শীতার্তদের শীতবস্ত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
এসময় কবি মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বেপারী, কবি শাহজালাল মিয়া, কবি মৃধা এ আজম, শিক্ষক সুশীল চন্দ্র দেবনাথ। সঞ্চালনায় ছিলেন কবি ইশতিয়াক আতিক খান।
অনুষ্ঠানে কবি মফিজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে করমর্দন, বুকে উষ্ণ আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ’৭০-এর নির্বাচনের আগে নির্বাচনী সভায় প্রধান অতিথি হয়ে মাদারীপুর কলেজে এসেছিলেন। সেখানে ছাত্রলীগের কর্মী হিসেবে সেই সভায় আমি যোগদান করেছিলাম। বঙ্গবন্ধু যখন সভামঞ্চে, তখন মঞ্চে গিয়ে যোগদান করেছিলাম। তখন বঙ্গবন্ধু আমাকে বুকে জড়িয়ে ধরে উষ্ণ আশীর্বাদ করেছিলেন। বঙ্গবন্ধু একটি বাক্য উচ্চারণ করে আমাকে বলেছিলেন, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির আলোয় তোমরা সুন্দর জীবন গঠন করো। সেই আশীর্বাদের আলোয় আলোকিত হয়ে আমি এখনও কিঞ্চিৎ কাজ করে যাচ্ছি।’
আজ ৭০তম জন্মদিন বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ বিজ্ঞানী, আবৃত্তিশিল্পী, সাংবাদিক, শিশু সংগঠক ও কবি মফিজুল ইসলামের।
মো. ছগির হোসেন/এসআর/জেআইএম