দেশজুড়ে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি-সাঘাটা সড়কে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় হাসিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম রিফাইতপুর চাঁদের ভিটা গ্রামের মনসুর আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, হাসিনা বেগম তার এক ছেলে ও নাতিদের নিয়ে রিকশা যোগে ফুলছড়িতে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বালুবাহী একটি ট্রাক্টর রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে হাসিনা বেগম রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদর থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, দুর্ঘটনায় অন্যরা খুব একটা আহত না হলেও বৃদ্ধা মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাহিদ খন্দকার/কেএসআর