দেশজুড়ে

ভোটকেন্দ্রে গাঁজাসহ যুবক আটক

নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে ফাহাদ বিন ইকবাল (১৮) নামে এক যুবককে গাঁজাসহ আটক করেছে পুলিশ। রোববার (১৬ জানুয়ারি) সকালে ইসলামীয়া রোডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের মধ্য থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।

আটক ফাহাদ বিন ইকবাল ওই ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে। তিনি একজন মহিলা কাউন্সিলর প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

কেন্দ্রের দায়িত্বে থাকা সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, কেন্দ্রের মধ্যে সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার কাছে গাঁজা পাওয়া যায়। তবে তাৎক্ষণিক গাঁজা পরিমাপ করা যায়নি। তাকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ছালিমা খাতুন জানান, আটক ফাহাদকে থানার হাজতখানায় রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ অন্যায় কিছু করতে চাইলে ভুল করবে। গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে নোয়াখালী পৌরসভার ৩৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে নয় ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭২৬ জন। মেয়র প্রার্থী সাতজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৪ জন ও সাধারণ কাউন্সিলর ৬৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম