সিরাজগঞ্জের রায়গঞ্জে মূল ইট ও নেম ব্লকে পরিমাপ কম থাকায় দুই ভাটামালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার সলংগা থানার ভুঁইয়াগাতি এলাকায় অভিযান চালিয়ে দুই ভাটামালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান, মূল ইট ও নেম ব্লকে পরিমাপ কম থাকায় এ জরিমানা করা হয়েছে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দোকান ও প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষণ করার পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের করণীয় বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।
এসময় উপজেলা বাজার কর্মকর্তা, র্যাব সদস্য এবং রায়গঞ্জ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এসআর/এএসএম