কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে পাষান আলী (৪২) নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি।
Advertisement
শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর ১০৫২ এর ৬ সাব পিলার দিয়ে আন্তর্জাতিক সীমানা লংঘন করে দেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে।
বিজিবি জানায়, পাষান আলী কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা দেখতে পায়। এসময় সন্দেহ হলে তাকে আটক করা হয়।
Advertisement
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙ্গা বিওপির সুবেদার খালেদুর রহমান জানান, আইনানুগ ব্যবস্থার জন্য তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা প্রক্রিয়াধীন। রোববার (৩০ জানুয়ারি) তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
মাসুদ রানা/এএইচ/এএসএম
Advertisement