দেশজুড়ে

দুর্বল হয়েছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ। যা উত্তর বা পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হচ্ছে।

এছাড়া দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশিরভাগ স্থান থেকে বিদায় হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহটি এখনও বিরাজ করছে। শৈত্যপ্রবাহটির তীব্রতা কিছুটা কমে বতর্মানে এখন মৃদু আকার ধারণ করেছে।

এদিকে দিনাজপুরে সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। হিমেল হাওয়া আর কুয়াশায় মানুষসহ প্রাণীকূল বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছে না। গরু ছাগলকে চটের বস্তা পরিয়ে রাখা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস