পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নির্মাণাধীন মসজিদের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাজু (৩২) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রামগড় পৌরসভার সোননাইপুল এলাকার ফেনীরকুল নুরুল কোরআন ইসলামী একাডেমি মাদসার মসজিদ ভবনের নির্মাণকাজ করার সময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ রাজু (৩২) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ইসলামাবাদ এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
ফেনীরকুল নুরুল কোরআন ইসলামী একাডেমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. সাহাব উদ্দীন বলেন, বিকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে মসজিদ ভবনের দ্বিতীয় তলার নির্মাণ কাজ করতে তিনি ছাদে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান। এসময় অন্যরা তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এএসএম