দেশজুড়ে

পটুয়াখালীতে ৪ ইউনিয়নে নৌকা, দুটিতে স্বতন্ত্রপ্রার্থীর জয়

পটুয়াখালীর রাঙ্গাবালী ও বাউফল উপজেলার ছয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্রপ্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, নাজিরপুর ইউনিয়নে মো. আমির হোসেন (নৌকা), মদনপুরা ইউনিয়নে মো. গোলাম মোস্তফা (নৌকা), বাউফল সদর ইউনিয়নে মো. জাহিদুল ইসলাম (চশমা), দাসপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এন এম জাহাঙ্গীর হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার জানান, উপজেলার বড়বাইশদা ইউনিয়নে মো. ফরহাদ হোসেন (স্বতন্ত্র), মৌডুবী ইউনিয়নে মাহমুদ হাসান (নৌকা) নির্বাচিত হয়েছেন।

এর আগে সকাল থেকে জেলার যে ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বাউফল উপজেলার চার ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস